প্রকাশিত: Wed, Dec 20, 2023 6:54 PM
আপডেট: Tue, Jul 1, 2025 9:04 PM

[১]শীতার্তদের পাশে কাপ্তাই ইউএনও মো. মহিউদ্দিন

 ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি):  [] দেশের অন্যান্য স্থানের মতো  রাঙামাটির কাপ্তাই উপজেলায় জেঁকে বসেছে প্রচন্ড শীত। যার ফলে এলাকার অসহায়-দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। আর কারণে রাতেই শীতার্তদের পাশে প্রধানমন্ত্রীর উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) নিয়ে দোয়ারে দোয়ারে এবং পথের ধারে  ছুঁটে গেছেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন।

[] মঙ্গলবার রাত ১০টা হতে মধ্য রাত পর্যন্ত তিনি কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায়   শীতবস্ত্র বিতরণ করেন। [] এসময় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কলেজ গেইট, স্টেডিয়াম পাড়া, বড়ইছড়িসহ বিভিন্ন পল্লী এবং পথের ধারে ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন মানুষের গায়ে জড়িয়ে দেন এই উষ্ণ পরশ। [] শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও জানান, পাহাড়ি অঞ্চলে শীতকালে রাত ১০ টা মানে গভীর রাত। সাধারণত এলাকায় বেশিরভাগ মানুষই পাহাড়ে জুমচাষ করে জীবিকা নির্বাহ করেন তাই তাদের দিন শুরু হয় কাকডাকা ভোরে। ভোরে অনেক ঠাণ্ডা থাকে। এজন্য ছিন্নমূল বা গরীব মানুষগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উষ্ণতার পরশ কম্বল দিতে পেরে আমরা আনন্দিত। তাদের  গায়ে কম্বল জড়িয়ে দিতেই যখন তাদের নির্মল  হাসি দেখতে পাই তখন মনটা ভালো লাগার অনুভূতিতে  ভরে যায়

[] এসময়  কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোরুহুল আমিন উপস্থিত ছিলেন।